নিউজ ডেস্ক।।
সন্ত্রাস ও অপরাধ দমনে র্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এবং সিপিএসসি, র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ-এর যৌথ অভিযানে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার আলোচিত শিশু জিয়ারুল হক (১৫) হত্যা মামলার অন্যতম আসামি মোঃ হক মিয়া (৫৮) গ্রেফতার হয়েছে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:
২০২৪ সালের ২৯ অক্টোবর দুপুর ১২:৩০ মিনিটে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন উচাখিলা বাজারের কাছে পূর্ব শত্রুতার জেরে এক নৃশংস হামলার শিকার হয় ১৫ বছর বয়সী কিশোর জিয়ারুল হক। বাড়ি থেকে অটোরিকশাযোগে বাজারে যাওয়ার সময় পথিমধ্যে কয়েকজন দুষ্কৃতকারী তাকে ধাওয়া করে। প্রাণরক্ষার্থে দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় একইদিন সন্ধ্যা ৬:৩০ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পিতা আলাল উদ্দিন (৬৪) বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৬, তারিখঃ ৩০ অক্টোবর ২০২৪, ধারা- ৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০)।
গ্রেফতারের বিস্তারিত:
র্যাব-১৪ ময়মনসিংহের ছায়া তদন্তের ভিত্তিতে এবং অধিনায়কের নির্দেশনায় সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এবং সিপিএসসি, র্যাব-১১, আদমজীনগর, নারায়ণগঞ্জ-এর যৌথ অভিযানে ১৩ মার্চ ২০২৫ তারিখে বিকেল ৫:৪০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শিশু জিয়ারুল হত্যা মামলার অন্যতম আসামি মোঃ হক মিয়া (৫৮), পিতা-মৃত আব্বাস আলী, সাং-আলাদিয়ার আলগী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, একই মামলার অপর আসামি মোঃ রাসেল মিয়া (৩২), পিতা- হক মিয়া, সাং-আলাদিয়ার আলগী, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে গত ১৬ নভেম্বর ২০২৪ তারিখে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।