নিউজ ডেস্ক।।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ রেললাইনে রেল ক্লিপ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন রাজন (২২) নামে এক যুবক। শুক্রবার (১৪ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লো-ডাউন ব্রিজ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজন একটি স্কুল ব্যাগে রেল ক্লিপ ভরছিলেন, এমন সময় আওয়াজ শুনে রেলওয়ের নিরাপত্তাকর্মী শাকিল সেখানে ছুটে যান এবং রাজনকে আটক করেন। তবে তার সঙ্গে থাকা আরও চারজন চোর পালিয়ে যায়।
বাকৃবিতে কর্মরত রেলওয়ের গেইটকিপার শাকিল বলেন, ‘শব্দ শুনে গিয়ে দেখি, এক যুবক ব্যাগভর্তি রেল ক্লিপ নিয়ে যাচ্ছিল। তখনই তাকে ধরে ফেলি, কিন্তু তার সঙ্গীরা পালিয়ে যায়।’
এ বিষয়ে বাকৃবি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আটক যুবককে প্রথমে বাকৃবি পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয় এবং পরে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
নিরাপত্তা জোরদার করার দাবি
রেলওয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখতে আরও কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। তারা মনে করেন, নিয়মিত টহল ও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হলে এ ধরনের অপরাধ রোধ করা সম্ভব হবে।