নিউজ ডেস্ক।।
ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিমু আক্তার (৯) ও তার ছোট ভাই নিজুম মিয়া (৩)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া জানান, শিমু তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের পাশে গোসল করছিল। হঠাৎ ভারসাম্য হারিয়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর মা সন্তানদের খুঁজতে গিয়ে পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে মরদেহ উদ্ধার করেন।
শিশুদের বাবা এমদাদুল হকের আর কোনো সন্তান নেই, দুই সন্তানের একসঙ্গে মৃত্যুতে শোকে স্তব্ধ পরিবার। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।