নিউজ ডেস্ক।।
বরিশালের এক দোকান মালিকের মালামাল চুরির অভিযোগে দুই যুবককে মারধরসহ নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। কিছু মানুষ ঘটনাস্থলে উপস্থিত থেকে এটি উপভোগ করেছে, যা সমাজের নৈতিক অবক্ষয়ের একটি ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। অভিযুক্তরা চুরির কথা স্বীকার করেছে বলে জানান দোকান মালিক মো. হাসান, তবে চুরির পরও কেন পুলিশে না দিয়ে নিজেই নির্যাতন করেছেন, এ প্রশ্নের কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন শিকদার জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দুই যুবককে ছেড়ে দেয়। তিনি আরও বলেন, চুরি একটি অপরাধ হলেও, চোরদের ধরার পর পুলিশকে না জানিয়ে নিজে আইন হাতে তুলে নেওয়া একটি গুরুতর অপরাধ। তাই অভিযুক্ত দোকান মালিক মো. হাসানকে বিকেলে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এ ধরনের ঘটনা সমাজে আইনের প্রতি অবিশ্বাস এবং অশান্তির চিত্র তুলে ধরে। অপরাধের মোকাবিলা আইনের মাধ্যমে হওয়া উচিত, না যে কেউ নিজের হাতে শাস্তি দেওয়ার চেষ্টা করবে। পুলিশ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং অপরাধীদের শাস্তির আওতায় আনতে সক্ষম হবে।