নিউজ ডেস্ক।।
কালের কন্ঠস্বর ডেস্কঃ
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ করেছেন। বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ময়মনসিংহের দীঘারকান্দা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
বিক্ষোভের কারণ ও শিক্ষার্থীদের দাবি
শিক্ষার্থীদের অভিযোগ, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ রিটের কারণে তাঁদের ক্যারিয়ার অনিশ্চিত হয়ে পড়েছে। এতে জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদে নিয়োগে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁরা ছয় দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে—
ক) ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল।
খ) জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের জন্য ডিপ্লোমা প্রকৌশল বাধ্যতামূলক করা।
গ) কারিগরি শিক্ষিত জনবল দিয়ে দেশের কারিগরি সব পদে নিয়োগ দেওয়া।
ঘ) বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন।
ঙ) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদন করার সুযোগ বাস্তবায়ন।
চ) প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের বুঝিয়ে সরানোর চেষ্টা করে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, "পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছিল। পরে তাঁদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।"
ইনস্টিটিউট কর্তৃপক্ষের বক্তব্য
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শওকত হোসেন বলেন, "রিটের রায় হয়েছে কি না, তা সঠিকভাবে না জেনেই শিক্ষার্থীরা সারা দেশে পরীক্ষা বর্জন ও আন্দোলনে নেমেছে। বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে।"
শিক্ষার্থীদের পরবর্তী পদক্ষেপ
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মামুনুর রহমান বলেন, "আজ সন্ধ্যার মধ্যে আমাদের সব দাবি মেনে নেওয়া হবে, এমন আশ্বাসে আমরা সড়ক থেকে সরে গেছি। কিন্তু যদি দাবি মানা না হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।"
এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি মানা হবে কি না, সেটাই এখন দেখার বিষয়। দেশের কারিগরি শিক্ষার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।
- কালের কন্ঠস্বর