নিউজ ডেস্ক।।
ময়মনসিংহ, ২০ মার্চ ২০২৫: পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) শহীদ পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ ড্রিল শেড, পুলিশ লাইনস্, ময়মনসিংহে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান। ইফতারের আগে দেশের সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম, বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোখলেছুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া, র্যাব-১৪ এর অধিনায়ক, বিজিবি, ডিজিএফআই, এনএসআই, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তারা এ আয়োজনে অংশ নেন। ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছাইফুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা পুলিশের এই উদ্যোগে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
— কালের কন্ঠস্বর