নিউজ ডেস্ক।।
নিজস্ব প্রতিবেদক | কালের কন্ঠস্বর
পাবনার সাঁথিয়া উপজেলার পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের কাজে অবহেলা ও মাদকাসক্তির কারণে বাবা-ছেলের মধ্যে তর্কের জেরে বাবা আব্দুল মালেক (৬০)-কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই সন্তান মানিক হোসেন (২৮)।
শনিবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিহত মালেক একজন বাঁশ ব্যবসায়ী ও কৃষক ছিলেন। প্রতিদিনের মতো এদিনও তিনি কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং ছেলে মানিককে ঘুম থেকে উঠে কাজে যেতে বলছিলেন। কিন্তু নেশাগ্রস্ত ছেলের কাছে এটি সহ্য হয়নি। বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মানিক বাবার ধারালো কুড়াল দিয়েই তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরিবারের সদস্যরা আহত মালেককে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা মানিককে আটক করলেও পরে সে কৌশলে পালিয়ে যায়।
মাদকাসক্তি ও পারিবারিক অশান্তি
স্থানীয়দের ভাষ্যমতে, মানিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। একাধিকবার পরিবারের সদস্যরা তাকে মাদক ছাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। প্রতিবেশী আজা হোসেন জানান, “মানিক প্রায়ই নেশা করত। রাতে নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে ছিল, সকালে বাবা তাকে ডেকে তুলতেই সে ক্ষিপ্ত হয়ে এমন কাণ্ড ঘটায়।”
পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, “ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।”