অনলাইন ডেস্ক।।
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং মদন মোহন কলেজের শিক্ষার্থী আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) ভোরে সিলেট সদরের হাউসা গ্রাম থেকে শাহপরান (রহ.) থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কেন গ্রেপ্তার?
শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের এক কর্মীর করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর দুপুর ১২টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
পূর্বাপর ঘটনা
শনিবার (২২ মার্চ) সিলেট শহরের আমান উল্ল্যাহ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির এক ইফতার মাহফিলে বক্তব্য দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই একটি মামলা দায়ের করা হয়, যেখানে ৭-৮ জনের নাম উল্লেখ করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আক্তার হোসেন
গত বছরের ৬ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটিতে আক্তার হোসেনকে আহ্বায়ক, নুরুল ইসলামকে সদস্য সচিব, নাইম শেহজাদকে মুখ্য সংগঠক ও মালেকা খাতুন সারাকে মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়। সংগঠনটির তৎকালীন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন দেন।
স্থানীয় প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ
আক্তার হোসেনের গ্রেপ্তার নিয়ে ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই গ্রেপ্তারকে "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে দাবি করেছেন, আবার কেউ কেউ এটিকে আইনগত প্রক্রিয়া হিসেবে দেখছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও তদন্ত চলছে এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- কালের কন্ঠস্বর