নিউজ ডেস্ক।।
নিজস্ব প্রতিবেদক, কালের কণ্ঠস্বর
ময়মনসিংহ জেলার ভালুকায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ লাল মিয়াকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-১৪। টাঙ্গাইল জেলার কালিহাতী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মামলার পটভূমি
ভিকটিমের বাবা জানান, অভিযুক্ত লাল মিয়া পারিবারিক ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে তার বাকপ্রতিবন্ধী মেয়েকে একাধিকবার ধর্ষণ করে। এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে পরিবারের সন্দেহ হয়। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষায় জানা যায়, সে তিন মাসের অন্তঃসত্ত্বা। এরপর ভিকটিমের বাবা ১৪ মার্চ ২০২৫ তারিখে ভালুকা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-২৮, ধারা ৯(১)/৩০, সংশোধনী ২০২০)।
র্যাবের অভিযান ও গ্রেফতার
মামলা দায়েরের পর আসামি লাল মিয়া গা ঢাকা দেয়। তার অবস্থান শনাক্ত করতে র্যাব-১৪ তদন্ত শুরু করে। অধিনায়ক, র্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র্যাব-১৪-এর একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামানের নেতৃত্বে ২৩ মার্চ ২০২৫, রাত ৩টার দিকে টাঙ্গাইলের কালিহাতী থানার একটি এলাকায় অভিযান চালায়। সেখানে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি পদক্ষেপ
গ্রেফতারের পর আসামিকে ময়মনসিংহের ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে আদালতে উপস্থাপন করা হবে।
স্থানীয়দের দাবি, এ ধরনের নৃশংস অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
— কালের কণ্ঠস্বর রিপোর্টিং ডেস্ক