নিউজ ডেস্ক।।
ঢাকার তুরাগ থানায় দায়ের করা এক অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জাবেদ হোসেনকে (২৬) যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১৪ ও র্যাব-১। জামালপুর সদর থানার পলিশা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার বিবরণ
ভিকটিমের মা জানান, আসামি মোঃ জাবেদ হোসেন দীর্ঘদিন ধরে তার নাবালিকা মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ২টার দিকে, আসামি ও তার সহযোগীরা ভিকটিমকে তার বাসার সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ছয় দিন পর, ২৩ ফেব্রুয়ারি রাত ৮:৩০টার দিকে, ভিকটিমকে বাসার সামনে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
পরবর্তীতে ভিকটিমের মা তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-৪৪, তারিখ: ২৪/০২/২০২৫, ধারা: ৭/৩০/৯(১), সংশোধিত ২০২০)।
গ্রেফতার অভিযান
র্যাব-১৪, ময়মনসিংহ-এর অধিনায়কের নির্দেশনায়, সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর ও সিপিসি-২, র্যাব-১, উত্তরা যৌথভাবে ২২ মার্চ ২০২৫ সন্ধ্যায় জামালপুর সদর থানার পলিশা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি মোঃ জাবেদ হোসেনকে গ্রেফতার করা হয়।
আইনি প্রক্রিয়া
গ্রেফতারকৃত আসামিকে ঢাকার তুরাগ থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার যথাযথ প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
— কালের কণ্ঠস্বর