নিউজ ডেস্ক।।
মাদক ও চুরি মামলায় সফল অভিযান
ময়মনসিংহ, ২৩ মার্চ ২০২৫:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ গত ২২ মার্চ ২০২৫ তারিখে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মোট ১০ জন আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ কর্মকর্তাগণ এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ আনিসুর রহমান, এসআই(নিঃ) মোঃ খোরশেদ আলম, এসআই আল আমীন, এএসআই মোঃ রাকিবুল আলম, এএসআই আয়েছ মিঞা, এএসআই ওমর ফারুক, এএসআই ফরহাদ উদ্দিন, এএসআই সুকান্ত দেবনাথ, এবং এএসআই স্বপন আকন্দ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানটির মধ্যে, এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চুরি মামলার আসামী মোঃ নজরুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেন। এছাড়া, মাদক মামলায় এসআই(নিঃ) মোঃ আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ প্রান্তিক ব্রহ্ম পান্থ (২৬) কে গ্রেফতার করেন এবং তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর মাদক মামলার আসামী মোঃ ফরহাদ আহম্মেদ (২৫) কে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া, এসআই আল আমীন ও তার সঙ্গীয় ফোর্স কোতোয়ালী মডেল থানা এলাকায় ০৭ জন পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেন। এই আসামীদের মধ্যে রয়েছে: ১. মোঃ আব্দুল আজিজ ২. মোঃ সাইফুল ইসলাম ৩. মোঃ দুলাল মিয়া ৪. মোঃ শাহাদৎ হোসেন ৫. মোঃ দুলাল মিয়া ৬. মোঃ নাজিরুল ৭. মোছাঃ বিউটি
প্রত্যেক আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই অভিযানে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের ধারাবাহিক সাফল্য, আইনশৃঙ্খলা বজায় রাখতে তাদের অক্লান্ত প্রচেষ্টাকে পুনরায় প্রমাণিত করেছে।