অনলাইন ডেস্ক।।
ময়মনসিংহ, ২৫ মার্চ ২০২৫: আজ ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, "১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী 'অপারেশন সার্চ লাইট' নামে একটি পরিকল্পনা বাস্তবায়ন করে, যার মাধ্যমে বাঙালি জাতির ওপর অমানবিক গণহত্যা চালানো হয়। এই হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।" তিনি আরো বলেন, "এই দিনটির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, যাতে তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়।"
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান, শহীদ মাহিনের বাবা জামিল হোসেন প্রমুখ। তারা এ সময় গণহত্যা দিবসের তাৎপর্য ও শহীদদের অবদান নিয়ে আলোচনা করেন।
এছাড়া, ময়মনসিংহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, মুক্তিযোদ্ধারা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় শহীদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ময়মনসিংহের এই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা গণহত্যার শোক স্মরণ করে বলেন, "গণহত্যা একটি অপরাধ, যা কখনো ভুলে যাওয়া উচিত নয়। আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনের বিনিময়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের অবদান চিরকাল অম্লান থাকবে।"
এভাবে ময়মনসিংহে ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণ করা হয়েছে, যেখানে ইতিহাসের সেই ভয়াল দিনটির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।