অনলাইন ডেস্ক।।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ আতাউল কিবরিয়া। আজ বুধবার (২৬ মার্চ ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ করেন।
নবনিযুক্ত ডিআইজি মহোদয়কে স্বাগত জানাতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে বিশেষ অভ্যর্থনার আয়োজন করা হয়। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু বকর সিদ্দীক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম বিপিএম, পুলিশ সুপার (অপারেশনস্), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত
জনাব রাশিদা বেগম পিপিএম, কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ
জনাব ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত
জনাব মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত
জনাব মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি কার্যালয়
জনাব মোঃ মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস্), রেঞ্জ ডিআইজি কার্যালয়
জনাব তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ), ময়মনসিংহ
পরে ময়মনসিংহ জেলা পুলিশের সুসজ্জিত চৌকস পুলিশ দল নবনিযুক্ত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
নবনিযুক্ত ডিআইজি আতাউল কিবরিয়া: অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা
জনাব মোঃ আতাউল কিবরিয়া এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ময়মনসিংহ রেঞ্জের দায়িত্ব গ্রহণের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আধুনিক পুলিশিং ব্যবস্থা এবং জনবান্ধব পুলিশ কার্যক্রম জোরদার করার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন।
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর নেতৃত্বে রেঞ্জ পুলিশের কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।