অনলাইন ডেস্ক।।
কালের কন্ঠস্বর প্রতিবেদক | সিলেট
সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা সংবর্ধনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) থানা প্রাঙ্গণে পা রেখেই এই ভিআইপি প্রটোকলে বিরক্তি প্রকাশ করেন তিনি।
লাল গালিচা সংবর্ধনা দেখে উপদেষ্টা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “কত বার নিষেধ করেছি? এই প্রটোকল করতে করতে তোমাগো সময় শেষ। আসল কাজ করতে পারো না তোমরা।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং অনেকেই তার সরলতা ও বাস্তববাদী দৃষ্টিভঙ্গির প্রশংসা করছেন।
জানা গেছে, উপদেষ্টার আগমনে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ প্রটোকল হিসেবে লাল গালিচা বিছানোর ব্যবস্থা করেছিল। তবে বিষয়টি সহজভাবে নেননি তিনি, বরং তাৎক্ষণিকভাবে উপস্থিত কর্মকর্তাদের তিরস্কার করেন।
উল্লেখ্য, এর আগে গত ২ ফেব্রুয়ারি মিরপুরের বাউনিয়া খাল পরিদর্শনে গিয়ে লাল গালিচায় হাঁটেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা, যা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরপর থেকেই এ ধরনের আয়োজন নিয়ে সরকার সতর্ক অবস্থান গ্রহণ করে। সিলেটের ঘটনার মধ্য দিয়ে তার প্রতিফলন আবারও স্পষ্ট হলো।