অনলাইন ডেস্ক।।
নববর্ষের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৈরি করা ফ্যাসিবাদের প্রতীকী মুখাবয়ব পুড়িয়ে দেওয়ায় উত্তাল হয়েছে সংস্কৃতি অঙ্গন। এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক মাধ্যমে ‘হাসিনার দোসরদের’ দায়ী করে দিয়েছেন কড়া বার্তা।
ফারুকীর হুঁশিয়ারি
ফারুকী ফেসবুক পোস্টে লেখেন—
“হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে—সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক—তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে, দ্রুত।”
তিনি আরও বলেন,
“এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনবো না, এবারের শোভাযাত্রাকে করবো আরও বেশি তাৎপর্যপূর্ণ।”
তীব্র প্রতিক্রিয়া এবং অঙ্গীকার
ঘটনার পর ফারুকীর কথায় উঠে এসেছে আরও এক জোরালো বার্তা—
“হাসিনার দোসররা প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তা তারা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড, এবং আরো বেশি সংখ্যায় অংশ নিব।”
শোভাযাত্রায় প্রতীকী মুখ থাকবে কি না?
পূর্বে অনেকেই মত দিয়েছিলেন, এবারের শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখ’ না রাখাই ভালো। তবে এই ঘটনা সেই সিদ্ধান্তকে নতুন মোড় দিয়েছে।
ফারুকী বলছেন—
“আমরাও মতামত বিবেচনায় নিচ্ছিলাম, বিশ্ববিদ্যালয়ের দিকও জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর সেই বিকট মুখাবয়ব যেন অবশ্যম্ভাবী হয়ে উঠল। জুলাই চলমান।”
আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান
এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। তবে সূত্রমতে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।