অনলাইন ডেস্ক।।
ঢাকা, ১৩ এপ্রিল: রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন এবং বিহারে অবস্থিত প্রার্থনা হল ঘুরে দেখেন।
ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর ড. ইউনূস আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তিনি বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও অনুসারীদের সঙ্গে মতবিনিময় করেন। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃবৃন্দ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় চর্চা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সদ্ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।