আন্তর্জাতিক ডেস্ক।।
গাজা: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আবারও ধ্বংস হলো একটি হাসপাতাল। রোববার, ইসরাইল দখলদার বাহিনী দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গাজা সিটির কেন্দ্রস্থলে অবস্থিত আল-আহলি আরব ব্যাপটিস্ট হাসপাতাল পুরোপুরি গুঁড়িয়ে দেয়।
আরব নিউজ সূত্রে জানা যায়, হামলার পরপরই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হন।
গাজার বেসামরিক জরুরি পরিষেবা নিশ্চিত করেছে যে, এই হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে হাসপাতালটির একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং বহু রোগী আহত ও স্থানচ্যুত হয়েছেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা এই হামলাকে ‘আরেকটি যুদ্ধাপরাধ’ বলে উল্লেখ করেছে এবং দাবি করেছে যে, এটি ইসরাইলি বাহিনীর ‘ফ্যাসিস্ট’ কর্মকাণ্ডের ধারাবাহিকতা।
হামাস আরও জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিরব সমর্থনই ইসরাইলকে এমন নির্লজ্জ হামলা চালাতে উৎসাহিত করছে। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নীরবতার কঠোর সমালোচনা করেছে এবং এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করেছে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান:
হামাস আরব ও ইসলামি বিশ্বের প্রতি গাজায় চলমান গণহত্যা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সাধারণ জনগণকেও ইসরাইলবিরোধী কঠোর চাপ তৈরির জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
প্রসঙ্গত, হামাসকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, যুক্তরাজ্যসহ বেশ কিছু পশ্চিমা দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে তুরস্ক, ইরানসহ কিছু দেশ ও সংগঠন তাদের ফিলিস্তিনি স্বাধীনতাকামী শক্তি হিসেবে সমর্থন করে।