অনলাইন ডেস্ক।।
কালের কন্ঠস্বর প্রতিবেদক | ঢাকা, ২০ এপ্রিল ২০২৫
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই হত্যাকাণ্ডের জন্য ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ কিছু নেতাকে সরাসরি দায়ী করেন।
ছাত্রদল দাবি করে, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারভেজকে বহিরাগত সন্ত্রাসী দ্বারা হত্যা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মীমাংসার পরও মেহেরাজ ইসলাম ও তার সহযোগীরা পারভেজকে প্রাণনাশের হুমকি দিয়ে পরে ছুরিকাঘাত করে হত্যা করে।
ছাত্রদল অভিযোগ করে, এই হামলার পেছনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর বনানী থানা কমিটির নেতৃবৃন্দসহ বেশ কয়েকজন সন্ত্রাসী জড়িত। এছাড়া ছাত্রদল নেতারা আরও অভিযোগ করেন, প্রশাসনের পক্ষ থেকে সময়মতো সহায়তা না পাওয়াই এই মর্মান্তিক ঘটনার পেছনে বড় ভূমিকা রেখেছে।
রাকিব বলেন, “এটা শুধু একজন ছাত্রের হত্যা নয়; এটা ছাত্রদলের বিরুদ্ধে পরিচালিত একটি পরিকল্পিত হামলা, যার মাধ্যমে ছাত্রদলের নেতৃত্বহীনতা নিশ্চিত করতেই এমন নৃশংসতা চালানো হয়েছে।”
এ সময় তিনি সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এবং অভিযোগ করেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদলের সঙ্গে কোনো সময় আলোচনায় বসেনি, অথচ বৈষম্যবিরোধীদের সঙ্গে একাধিকবার বসেছে।”
ছাত্রদল দাবি করেছে, হত্যাকারীদের পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডে ইন্ধন ও প্রশ্রয় দিয়েছে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নিরাপদ সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানান নেতারা।