আন্তর্জাতিক ডেস্ক।।
কালের কন্ঠস্বর || তারিখ: ২১ এপ্রিল ২০২৫
গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ‘ইজ্জউদ্দিন আল-কাসসাম ব্রিগেড’ প্রায় ৩০ হাজার তরুণকে তাদের দলে নিয়োগ দিয়েছে। রোববার টাইমস অব ইসরাইল ও সৌদি ভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়ার বরাতে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনি সূত্র জানায়, নিয়োগপ্রাপ্তদের অনেকেই পূর্বে ব্রিগেড পরিচালিত গোপন সামরিক শিবিরে প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে এই প্রশিক্ষণ চলমান যুদ্ধকালে হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্তদের মধ্যে গেরিলা যুদ্ধ, রকেট হামলা ও বিস্ফোরক স্থাপন সংক্রান্ত কিছু দক্ষতা থাকলেও, অন্যান্য আধুনিক সামরিক প্রযুক্তিতে তারা এখনও পিছিয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিয়োগের নির্দিষ্ট সময়কাল প্রকাশ না করা হলেও, ধারণা করা হচ্ছে মার্চ মাসের মাঝামাঝি সময়ে — যখন জানুয়ারির যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি ভেঙে নতুন করে সংঘাত শুরু হয় — তখন থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে।
অস্ত্র সংকটের মধ্যেও হামাস প্রতিরোধ জোরদার করতে ক্ষেপণাস্ত্রের বর্জ্য, বিশেষ করে অবিস্ফোরিত ইসরাইলি গোলাবারুদের পুনর্ব্যবহার করছে। এইসব উপকরণ দিয়ে তারা ভূমি-ভিত্তিক বিস্ফোরক ডিভাইসসহ অন্যান্য উন্নত অস্ত্র তৈরি করছে।
এদিকে, গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববার সকাল থেকে ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।