অনলাইন ডেস্ক।।
কালের কন্ঠস্বর || কিশোরগঞ্জ, ২১ এপ্রিল ২০২৫
কিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রবিন ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি।
গ্রেপ্তারকৃত রবিন মুকসেদপুর এলাকার রজব আলীর ছেলে। পুলিশ জানায়, সম্প্রতি কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সগড়া বিশ্বরোড এলাকায় মুখে কালো কাপড় বেঁধে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আইসিটি ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কথিত অসাংবিধানিক কার্যক্রমের প্রতিবাদে অনুষ্ঠিত হয়। এতে ব্যবহৃত ব্যানারে “বেআইনি কার্যক্রমের প্রতিবাদ” উল্লেখ ছিল এবং সেই ব্যানারে রবিনের ইন্ধনের কথা উঠে আসে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, রবিনের নেতৃত্বে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল বের হয়, যা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। এছাড়া, ৪ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় রবিন সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত।
তিনি আরও বলেন, রবিনকে সোমবার (২১ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।