নিউজ ডেস্ক।।
২১ এপ্রিল ২০২৫, সোমবার রাতে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে এক জনসচেতনতামূলক উঠান বৈঠক।
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে এই কার্যক্রমের আয়োজন করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান।
বক্তব্যে ওসি মোঃ শফিকুল ইসলাম খান বলেন, “পুলিশ এবং জনসাধারণ একসঙ্গে কাজ করলেই অপরাধমুক্ত একটি সমাজ গঠন সম্ভব। অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম একটি কার্যকর উদ্যোগ।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) মোঃ সজিব
বিট ইনচার্জ মোঃ মাসুদ জামেলী
সহকারী বিট ইনচার্জ মোঃ কামরুল হাসান
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ:
তোতা মিয়া, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক, বিএনপি, কোতোয়ালি থানা
বুলবুল চিশতি, সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল
রাজু, সাধারণ সম্পাদক, জিয়া প্রজন্ম দল, ময়মনসিংহ জেলা
আরিফুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক, ইসলামিক যুব আন্দোলন, ময়মনসিংহ মহানগর শাখা
তোতা মিয়া বলেন, “সমাজে মাদক ও কিশোর অপরাধের ভয়াবহতা দিন দিন বাড়ছে। এসব মোকাবেলায় রাজনৈতিক নেতাদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে।”
জেলা যুবদলের সদস্য বুলবুল চিশতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন-"বিট পুলিশিং এর এই মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানায়।ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের পক্ষ হতে আমি আমার ওয়ার্ডের সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো"
রাজু বলেন, “আজকের উঠান বৈঠক প্রমাণ করে পুলিশ এখন জনগণের কাছে এসে কাজ করছে। জিয়া প্রজন্ম পরিবার সবসময় ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকবে।”
বৈঠকে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে পুলিশি ভূমিকার প্রশংসা করেন। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক বৈঠক নিয়মিতভাবে চলবে।