অনলাইন ডেস্ক।।
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল (২৮) নামের এক সেনা সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুর্জয় বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল পদমর্যাদার সদস্য ছিলেন।
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার জানান, “সকাল সাড়ে ৭টার দিকে আমরা খবর পাই এবং ঘটনাস্থল থেকে কর্পোরাল দুর্জয় শীলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেনাবাহিনীর পোশাক পরিহিত এক ব্যক্তি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, কর্পোরাল দুর্জয় রবিবার দিবাগত রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বনানীর আর্মি স্টেডিয়ামে গার্ড কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন। আনুমানিক সকাল ৬টার দিকে এক সহকর্মী তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
মৃত্যুর পেছনে ব্যক্তিগত, মানসিক বা পেশাগত কোনো কারণ রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।