অনলাইন ডেস্ক।।
কালের কন্ঠস্বর | ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন—ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাজমুস সাকিব (১৮), রাজিন (১৮), সিটি কলেজের শিক্ষার্থী মো. শামীম (১৮), চন্দ্রিমা মার্কেটের কর্মচারী সানি (৩০) ও শিক্ষার্থী মো. সিয়াম (১৭)।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী জানান, “গতকাল সিটি কলেজের কিছু শিক্ষার্থী আমাদের কয়েকজনকে মারধর করে। ধারণা করছি, সেই ঘটনার জেরেই আজকের সংঘর্ষের সূত্রপাত।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের মধ্যে সিটি কলেজের শিক্ষার্থী শামীমের কোমরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।”
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।