নিউজ ডেস্ক।।
ময়মনসিংহ শহরের পন্ডিতপাড়ায় আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ এবং বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক ফারহানা ফেরদৌসের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
প্রতিদিনের মতো সকালে তিনি অফিসে যান। এর কিছুক্ষণ পর, আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে, তার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০ তলার (লিফটের ৯ তলা) বাসায় এ চুরির ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান, এবং জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন ও তদন্ত কার্যক্রম শুরু করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরের শনাক্তকরণ ও গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে কী কী চুরি হয়েছে, তা জানার চেষ্টা চলছে। তবে দিনের বেলায় এমন একটি সুরক্ষিত ভবনে চুরির ঘটনা ঘিরে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।