স্পোর্টস ডেস্ক।।
গতকাল ময়মনসিংহে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ আলো স্বল্পতার কারণে স্থগিত হয়ে যায় অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষে। বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচের বাকি ১৫ মিনিট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, বিকেল ৩:৩০টায়, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটির আজকের সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন জানান, “ম্যাচ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে বাকি খেলা। যদি ১৫ মিনিটে ফলাফল না আসে, তবে টাইব্রেকারে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।”
ম্যাচ চলাকালে হঠাৎ কালবৈশাখী ঝড়ে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল খেলা। এরপর আলো স্বল্পতায় ম্যাচটি ১০৫ মিনিটে স্থগিত ঘোষণা করেন রেফারি সায়মন হাসান। যদিও আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাসের দাবি ছিল, খেলা চালিয়ে যাওয়া সম্ভব ছিল।
ফেডারেশন কাপের বাইলজ অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগ বা আলো স্বল্পতায় রেফারি খেলা স্থগিত করতে পারেন এবং পরবর্তীতে একই স্থানে, একই অবস্থা থেকে পুনরায় শুরু করার বিধান রয়েছে।
এমন এক ঘটনার নজির ফুটবল ইতিহাসে বিরল হলেও ঘরোয়া ক্রিকেট ও হকিতে এর আগে এমন উদাহরণ দেখা গেছে।