অনলাইন ডেস্ক।।
প্রতিবেদনে বলা হয়, ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম দায়িত্ব নেওয়া ম. শফিউল আলমের যোগদান ও বদলির তারিখে বিস্ময়কর ভুল রয়েছে। বোর্ডে উল্লেখ করা হয়েছে, তিনি ১৯৮২ সালের ২৪ মে যোগদান করেন, অথচ বদলি দেখানো হয়েছে ১৫ মে—যোগদানের আগেই বদলি হওয়ার মতো অস্বাভাবিক তথ্য উঠে এসেছে।
এ ধরনের গড়মিল আরও কয়েকজন এডিএমের ক্ষেত্রেও পাওয়া গেছে। ১৯৮২ সালের ১৫ মে দায়িত্ব নেওয়া মো. আবদুল কাদেরের বদলি তারিখের (১১ অক্টোবর) আগেই, ২৭ সেপ্টেম্বর আবদুল আওয়াল আকন্দের যোগদান দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী, একজন কর্মকর্তার বদলির পরেই নতুন কর্মকর্তা দায়িত্ব নেবেন, কিন্তু অনার বোর্ডে তথ্য তার বিপরীত।
এছাড়া আলী আকবর হোসেন আকন্দ এবং এম.এ সিদ্দিকের কার্যকালেও তারিখের অসামঞ্জস্য রয়েছে। একইভাবে মো. মনির হোসেন মিঞার ক্ষেত্রে দেখা গেছে, যোগদানের প্রায় তিন মাস আগেই বদলি হয়ে যাওয়ার তথ্য বোর্ডে লেখা রয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮২ সাল থেকে ময়মনসিংহে ৫০ জন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উম্মে হাবীবা মীরা এই পদে কর্মরত আছেন, যিনি গত বছরের ১৭ ডিসেম্বর যোগদান করেন।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগরের সম্পাদক আলী ইউসুফ জাগো নিউজকে বলেন, "কর্মকর্তাদের কার্যকাল নির্ভুলভাবে উল্লেখ করা জরুরি। ভুল তথ্য মানুষকে বিভ্রান্ত করে এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।"
বর্তমানে কর্মরত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা জানান, অনার বোর্ডে ৭-৮ জন কর্মকর্তার তারিখ ভুল রয়েছে। তিনি জাগো নিউজকে বলেন, "আমি যোগদানের পর এসব ভুল চোখে পড়েছে। দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।"
"প্রসঙ্গত, এই প্রতিবেদনের তথ্যভিত্তি গড়ে উঠেছে জাগো নিউজে প্রকাশিত সংবাদের উপর।"