স্পোর্টস ডেস্ক।।
কালের কণ্ঠস্বর স্পোর্টস ডেস্ক || ২৭ এপ্রিল ২০২৫
লা কার্তুজা স্টেডিয়ামে গত রাতের কোপা দেল রে ফাইনালে ফুটবল বিশ্ব দেখলো এক অবিশ্বাস্য নাটকীয়তা। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার এই এল ক্লাসিকো ম্যাচে অতিরিক্ত সময়ে বার্সেলোনা ৩-২ গোলে জয়ী হয়ে শিরোপা নিশ্চিত করে।
ম্যাচের শুরুতে বার্সার দাপট
খেলার ২৮তম মিনিটে বার্সার মিডফিল্ডার পেদ্রি অসাধারণ এক গোলে দলকে এগিয়ে দেন। মাঝমাঠ থেকে বল কন্ট্রোল করে, লামিন ইয়ামালের সঙ্গে দারুণ কম্বিনেশন শেষে পেদ্রি দুর্দান্ত শটে রিয়াল গোলরক্ষক লুনিনকে পরাস্ত করেন।
রিয়ালের প্রত্যাবর্তন
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় রিয়াল মাদ্রিদ।
৭০তম মিনিটে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ৭৭তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনি কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ২-১ ব্যবধানে।
বার্সার শেষ মুহূর্তের কামব্যাক
রিয়াল মাদ্রিদ যখন জয় উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, তখন আবার ঝড় তোলে বার্সেলোনা।
৮৪তম মিনিটে ফেরান তোরেস লামিন ইয়ামালের দারুণ লম্বা পাস থেকে গোল করে সমতা ফেরান।
নিয়মিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
১১৫তম মিনিটে, বার্সেলোনার ডিফেন্ডার জুল কুন্দে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই ব্যবধানই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
ভিএআরের নাটকীয়তা
৯০তম মিনিটে বার্সেলোনা পেনাল্টির দাবি করলে, প্রথমে রেফারি পেনাল্টির সংকেত দিলেও পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বাতিল করেন এবং রাফিনহাকে ডাইভের জন্য হলুদ কার্ড দেখান। এই মুহূর্তটি নিয়ে ম্যাচ শেষে বিতর্ক তৈরি হয়।
নতুন যুগের ইঙ্গিত
হান্সি ফ্লিকের বার্সেলোনা তরুণ শক্তির উপর ভর করে আবারও নিজেদের আধিপত্য প্রমাণ করলো। পেদ্রি, ইয়ামাল, তোরেসের পারফরম্যান্স দেখিয়ে দিল, নতুন প্রজন্মের হাতেই বার্সার ভবিষ্যৎ নিরাপদ।
অন্যদিকে, আনচেলত্তির রিয়াল মাদ্রিদ বারবার ব্যক্তিগত নৈপুণ্যের উপর নির্ভর করলেও শেষ মুহূর্তের রক্ষণের দুর্বলতা তাদের হারের কারণ হয়ে দাঁড়ায়।
ফলাফল সংক্ষেপ
বার্সেলোনা ৩-২ রিয়াল মাদ্রিদ
গোলদাতা:
বার্সেলোনা: পেদ্রি (২৮’), ফেরান তোরেস (৮৪’), জুল কুন্দে (১১৫’)
রিয়াল মাদ্রিদ: এমবাপে (৭০’), চুয়ামেনি (৭৭’)