অনলাইন ডেস্ক।।
ময়মনসিংহ নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের আকুয়া মড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, আর পরিত্যক্ত ভবনটি এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
জানা যায়, এলজিইডির অধীনে ২০১৭-১৮ অর্থবছরে ভবন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয় এবং ২০১৯ সালে কাজ শুরু হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আয়ান এন্টারপ্রাইজের গোলাম মোস্তফা ২০২০ সালের পর নির্মাণ কাজ বন্ধ করে দেন। তারপর থেকে আর কাজ এগোয়নি।
সরেজমিনে দেখা যায়, ৩১৪ জন শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ৩টি শ্রেণিকক্ষ। স্থান সংকুলানের অভাবে এক বেঞ্চে ৫ জন করে শিক্ষার্থী বসে পাঠগ্রহণ করছে। পুরনো ভবনটিও অতি জরাজীর্ণ; দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। অস্থায়ীভাবে সিঁড়ির পাশে অফিস কক্ষ তৈরি করে শিক্ষকরা কাজ চালিয়ে যাচ্ছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল কবির জানান, বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত ও মৌখিকভাবে যোগাযোগ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
স্থানীয় সাংস্কৃতিক সংগঠক ইমতিয়াজ আহমেদ প্রশ্ন তোলেন, "ঠিকাদার উধাও হলেই কি নির্মাণ কাজ বন্ধ থাকবে? সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন উদ্যোগ নিচ্ছে না?"
অভিভাবক ও এলাকাবাসীরা দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়ে বলেন, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিষয়টিতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।