অনলাইন ডেস্ক।।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ১০টি অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিতে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনঃ ১ নম্বর সংকেত) দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর সতর্ক করেছে, ঝড়ের সময় সতর্কতা অবলম্বন এবং নৌযান চলাচলে সর্তকতা বজায় রাখার জন্য।