অনলাইন ডেস্ক।।
ময়মনসিংহ, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫:
ময়মনসিংহ বিভাগের দপ্তরসমূহের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের সভাপতিত্বে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত সভায় চার জেলার জেলা প্রশাসক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার।
সভায় জানানো হয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে সিসি ক্যামেরা স্থাপন, মশক নিধন কার্যক্রমে ৩৩ ওয়ার্ড জুড়ে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা এবং যানজট নিরসন ও ফুটপাতের হকার পুনর্বাসনের কাজ চলমান রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রম পরিচালনার কথা জানায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিভাগব্যাপী ১,৩০০-এর বেশি প্রকল্পে শতভাগ পরিবেশ সংরক্ষণের নীতিমালা অনুসরণ করছে বলে জানায়। সড়ক ও জনপদ বিভাগের তথ্যমতে, কেওয়াটখালী ও রহমতপুর সেতুর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ব্রহ্মপুত্র নদের উপর নতুন সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, রবিশস্য ও তেলজাতীয় শস্য উৎপাদনে কৃষকদের প্রণোদনা প্রদান অব্যাহত রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, আসন্ন কুরবানির ঈদে বিভাগের চাহিদার তুলনায় প্রায় ৫০ হাজার বেশি গবাদিপশু প্রস্তুত রাখা হয়েছে এবং পেশাদার কসাই ও মৌসুমি কসাইদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বন অধিদপ্তর সীমান্ত এলাকায় বন্য হাতির উৎপাত প্রতিরোধে ভ্রাম্যমাণ মশাল বাহিনী প্রস্তুত রেখেছে। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জানায়, স্বাস্থ্য সেবা অনুদান ২০২৫ সালের জানুয়ারি থেকে অনলাইনে পরিচালিত হচ্ছে এবং অনুদানের পরিমাণ ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছে।
সভা শেষে বিভাগীয় কমিশনার সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করার নির্দেশ দেন এবং ময়মনসিংহ নগরীকে নাগরিকবান্ধব আধুনিক শহর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।