অনলাইন ডেস্ক।।
কালের কন্ঠস্বর:
গত মঙ্গলবার (২৯ এপ্রিল), রংপুর মহানগরীতে ইউসেপ বাংলাদেশ আঞ্চলিক কার্যালয়ের পৃথক আয়োজনে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য অভিভাবক সমাবেশ ও কমিউনিটি সভা সম্পন্ন হয়েছে।
সকালে ইউসেপ রংপুর আঞ্চলিক কার্যালয়ের অধীন ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলে অভিভাবকদের অংশগ্রহণে সমাবেশ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে হেড অব ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুল মো. লাভলু মিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশ প্রধান কার্যালয়ের স্পেশালিষ্ট, সোশ্যাল ইনক্লুশন এন্ড সেফগার্ডিং মোছা. নাদিয়া খাতুন। তিনি সভায় অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সেফ গার্ডিং, জেন্ডার, পিএসইএ, নারীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব, বাল্য বিবাহ প্রতিরোধ ও ঝড়ে পড়া রোধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।