অনলাইন ডেস্ক।।
ময়মনসিংহ শহরের কোতোয়ালী থানাধীন বাকৃবি শেষ মোড় এলাকায় করিম ভবনের সামনে পূর্ব শত্রুতার জেরে দুই ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
দেশীয় অস্ত্রসহ সজ্জিত একদল দুর্বৃত্তরা রাস্তায় একা পেয়ে মোঃ ইমন হাসানের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে জখম করে।
পরে হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হন ছোট ভাই মোঃ ইকন হাসান । ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীদের পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করে আসছিল।
২ মে বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে মোঃ ইমন হাসান কে একা পেয়ে তাকে ঘিরে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় শুরু হয় বেপরোয়া হামলা। ধারালো অস্ত্র দিয়ে মাথা, পিঠ ও গলায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়, তবে যাওয়ার আগে হত্যার হুমকি দিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন সন্ধ্যায় ছোট ভাই মোঃ ইকন হাসান যখন হাসপাতালে যাচ্ছিলেন, তখন তাকেও পথরোধ করে মারধর ও হুমকি প্রদান করা হয়।
বড় ভাই মোঃ ওমর ফারুক রবিন কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি জানান, হামলাকারীরা এলাকার উশৃঙ্খল ও চিহ্নিত সন্ত্রাসী।
তারা প্রকাশ্যে এ ধরনের হামলা চালিয়ে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। স্থানীয়রা জানান, হামলাকারীরা আগেও বিভিন্ন সময়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
ভুক্তভোগী পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।