অনলাইন ডেস্ক।।
কালের কন্ঠস্বর ডেস্ক | চট্টগ্রাম | ৯ মে ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় জামায়াতে ইসলামী আয়োজিত এক প্রতিবাদ সভায় অতর্কিত গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, যিনি জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত, তাকে বুধবার রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা হামলার শিকার করে। এর প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে শুক্রবার বিকেলে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জুমার নামাজের পর জামায়াতের নেতাকর্মীরা জঙ্গল সলিমপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে জড়ো হলে, ২০-৩০ জনের একটি অস্ত্রধারী দল সভাস্থলে অতর্কিত হামলা চালায়। তারা হঠাৎ করে গুলি ছুড়তে শুরু করে। এতে গুলিবিদ্ধ হন জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম।
আহতদের মধ্যে রয়েছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীও। এ ছাড়া সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ আরও ৭-৮ জন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনার পরপরই এলাকায় টহল জোরদার করেছে। তবে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।