অনলাইন ডেস্ক।।
ভালুকা (ময়মনসিংহ), ১০ মে:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জাহিদ হাসান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার তামাট-বাটাজোর সড়কের তামাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান তামাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মোটরসাইকেল চালিয়ে তামাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে তালগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোবিন্দ দাস বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”