অনলাইন ডেস্ক।।
গফরগাঁও (ময়মনসিংহ), ১১ মে:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাইলনা গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে হাইদুল আকন্দ (৩৫) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হাইদুল আকন্দ উপজেলার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের ওবেদ আলী আকন্দের ছেলে। তিনি সম্প্রতি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন বাইলনা গ্রামে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ভোররাতে হাইদুলকে চোর সন্দেহে পিটিয়ে রেখে পালিয়ে যায়। পরে সকালে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পাগলা থানায় খবর দেন। পুলিশ সকাল ১১টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, “মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মীরা দোষীদের দ্রুত শনাক্ত করে বিচার দাবি করেছেন।