অনলাইন ডেস্ক।।
কালের কণ্ঠস্বর | ১৭ মে ২০২৫
গত ১৫ মে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ শহরের বাতিরকল মোড় সংলগ্ন ‘সুন্দর মহল’ নামে পরিচিত বেগম রওশন এরশাদের পৈতৃক বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সামাজিক ও রাজনৈতিক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ময়মনসিংহ মহানগর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে, এই হামলা তাদের কোনো কর্মসূচির অংশ ছিল না এবং ময়মনসিংহ মহানগর শাখার কোনো দায়িত্বশীল নেতৃবৃন্দও এ বিষয়ে অবগত ছিলেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় সামাজিক সহাবস্থান, সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। তারা ব্যক্তিগত সম্পত্তিতে হামলার মতো অপরাজনীতির ঘোর বিরোধী। এ ঘটনাকে সংগঠনটি একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র বলে উল্লেখ করে।
সংগঠনের দাবি, ওই মহলটি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নাম ভাঙিয়ে হামলার মতো অপতৎপরতা চালিয়েছে, যাতে সংগঠনকে বিতর্কিত করা যায় এবং আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এ প্রসঙ্গে সংগঠনটির পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়—যদি কেউ রাষ্ট্র বা সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে, নিরপরাধ কাউকে যেন অযথা হয়রানির শিকার না হতে হয়।
সংগঠনটি তাদের আন্দোলনকে রাজনৈতিক প্রতিহিংসা বিলোপ ও ক্ষমতার অপব্যবহার রোধের ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করে এবং ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও নৈতিক আদর্শে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।