অনলাইন ডেস্ক।।
ভালুকা (ময়মনসিংহ), ১৮ মে:
ময়মনসিংহের ভালুকা উপজেলার লবনকৌঠা গ্রামে এক পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ মে) মধ্যরাতে।
শনিবার সকালে স্থানীয়রা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবর খোঁড়ার চিহ্ন দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে খবর ছড়িয়ে পড়ে এবং পরে গিয়ে দেখা যায়, একই পরিবারের পাঁচটি পুরোনো কবর খুঁড়ে কঙ্কাল তুলে নেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চুরি হওয়া কঙ্কালগুলো মৃত শাহ আলম, ইয়াকুব আলী, তোকমান মোল্লাহ, কাশেম আলী ও রহমত আলীর।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর মিয়া জানান, “এখানে বহু পুরোনো কবর রয়েছে। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ এমন ঘটনায় আমরা আতঙ্কিত।”
বিষয়টি নিশ্চিত করে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, “কবর থেকে কঙ্কাল চুরির তথ্য পেয়েছি। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
উল্লেখ্য, এর আগেও ২১ এপ্রিল রাতে একই উপজেলার সোনারবাংলা স্কুলের সামনে সেনাবাহিনী ও হাইওয়ে থানা পুলিশের অভিযানে একটি ব্যাগ থেকে তিনজনের মাথার খুলি, মেরুদণ্ডসহ ৭৮টি হাড় উদ্ধার করা হয়। ওই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।
বারবার কঙ্কাল চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। অনেকে বিষয়টির পেছনে বড় ধরনের অপরাধচক্রের সংশ্লিষ্টতার সন্দেহ করছেন।