অনলাইন ডেস্ক।।
নেত্রকোণা, ২০ মে ২০২৫:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণা কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে আমতলা ইউনিয়নের স্বল্প দুগিয়া গ্রাম থেকে মোঃ সুলতান (৩০) নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ খসরু আল মামুন।
গ্রেফতারের সময় মোঃ সুলতানের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গত রাত আনুমানিক ২টা সময় এই অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুন বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি এজহার দাখিল করেছেন।
মাদকবিরোধী এই ধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।