অনলাইন ডেস্ক।।
ঢাকা, ২১ মে ২০২৫:
তিনজন আটককৃত ব্যক্তিকে থানায় মুচলেকা দিয়ে জামিনে মুক্ত করার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি। আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
বুধবার সকালে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত শোকজ নোটিশটি পাঠানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক এলাকায় 'সমন্বয়ক' পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ধানমন্ডি থানা পুলিশ তিনজনকে আটক করে। তাদের মধ্যে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সদ্য অব্যাহত আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, যাকে নৈতিকতা লঙ্ঘনের দায়ে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিচারাধীন ওই ঘটনার সত্ত্বেও আবদুল হান্নান মাসউদ থানায় গিয়ে মুচলেকা দিয়ে তিনজনকেই জামিনে মুক্ত করে আনেন। বিষয়টি সংগঠনের নীতি ও আচরণবিধির পরিপন্থী উল্লেখ করে তার কাছে ব্যাখ্যা চেয়েছে এনসিপি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিবিসি বাংলাকে জানান, “এই ঘটনাটি এনসিপি নেতিবাচকভাবে দেখেছে। বিষয়টি দলের জন্যও বিব্রতকর। তার কাছে এ নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।”
প্রসঙ্গত, সোমবার রাতে ধানমন্ডিতে এক প্রকাশকের বাসার সামনে ‘স্বৈরাচারের দোসর’ অভিযোগ এনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক। এসময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।