|
ad728
ad728

গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী উপহার বিতরণ

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 29-03-2025 ইং
গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী উপহার বিতরণ
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

নারায়ণগঞ্জের গোদনাইলে আলোকিত যুব শক্তি সংগঠনের উদ্যোগে এবং ইয়ুথ লীড গ্লোবাল-বাংলাদেশের সার্বিক সহযোগিতায় দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিজস্ব অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

২৯ মার্চ ২০২৫, শনিবার, এই কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর রাকিবুল ইসলাম ইফতি। তিনি বলেন, "সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা তরুণ সমাজকে মানবিক কাজে অনুপ্রাণিত করবে। আমি আশাবাদী, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদনাইল আলোকিত যুব শক্তি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রাসেল তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও ফুলজান আদর্শ স্কুলের প্রধান শিক্ষক জিএম সোলায়মান। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ লীড গ্লোবালের হেড অফ এইচআর মেহেদী হাসান আশিক, হেড অফ কমিউনিকেশন মো. রাকিবুল হাসান, গোদনাইল আলোকিত যুব শক্তির অর্থ সম্পাদক রাতুল হাসান, পাঠাগার সম্পাদক রায়হান ইসলাম, স্বেচ্ছাসেবী তায়েব হাসান তাজবীরসহ আরও অনেকে।

ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে তাদের বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এমন মানবিক কার্যক্রম পরিচালনা করবেন। এই উদ্যোগ সমাজের দরিদ্র শ্রেণির জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে এবং ঈদের আনন্দকে আরও উজ্জ্বল করেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর