|
ad728
ad728

ঢাবি চারুকলায় ‘মঙ্গল শোভাযাত্রা’র নতুন নাম: এবার হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 11-04-2025 ইং
ঢাবি চারুকলায় ‘মঙ্গল শোভাযাত্রা’র নতুন নাম: এবার হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রার নতুন নাম ঘোষণা করেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ।

তিনি জানান, দীর্ঘদিনের বিতর্ক এবং নানা আলোচনা-সমালোচনার পর এ বছর থেকে ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়, বর্ষবরণ আয়োজন হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে। এবারের শোভাযাত্রাও হবে অত্যন্ত বর্ণাঢ্য, জাঁকজমকপূর্ণ এবং দেশের বৃহত্তম বর্ষবরণ আয়োজনে রূপ পাবে। এতে দেশের বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিরাও অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিবছর পয়লা বৈশাখে উৎসবমুখর পরিবেশে এই শোভাযাত্রার আয়োজন করে থাকে, যা দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৮০-এর দশকে শুরু হওয়া এই মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং বর্ষবরণ উপকমিটির সদস্যসচিব অধ্যাপক এ এ এম কাওসার হাসান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর