কালের কন্ঠস্বর | ময়মনসিংহ |
রোগীদের জিম্মি করে প্রতারণার অভিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাব-১৪-এর বিশেষ অভিযানে নারীসহ ১৪ দালালকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতালের ইমারজেন্সি, মহিলা ওয়ার্ড, ল্যাব ও আউটডোরসহ বিভিন্ন স্থানে টানা দুই ঘণ্টা সাদা পোশাকে অভিযান চালায় র্যাব-১৪। অভিযানে প্রথমে ১৬ জনকে আটক করা হলেও সুনির্দিষ্ট প্রমাণের অভাবে ২ জনকে ছেড়ে দেওয়া হয়।
অবশেষে ১৪ জনকে আটক করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন থেকে ২ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
আটকদের মধ্যে রয়েছেন: মন্টু মিয়া, মাসুদ, আলাল উদ্দিন, আশরাফুল, বিজয়, আকাশ, ছোবহান মিয়া, সুমন মিয়া, শাহদাৎ হোসেন বাবু, শাকিব, আনিছ হোসেন রকি, সাদ্দাম হোসেন, মমিনুল ইসলাম রবিন এবং রোকসানা আক্তার। অভিযানে তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুজ্জামান বলেন, “হাসপাতালের চারপাশে চক্রটি কার্যত অবরুদ্ধ করে রেখেছিল। তারা গ্রামাঞ্চল থেকে আগত রোগীদের টার্গেট করে বেসরকারি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে প্রতারণা করত।”
এ অভিযানের আগে হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিতভাবে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করেছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। তিনি বলেন, “সাধারণ মানুষ যখন সেবা নিতে আসে, তখন এই চক্রটি তাদের হয়রানি করে অর্থ আত্মসাৎ করত। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে।”
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, “প্রায় চার হাজার রোগী প্রতিদিন ভর্তি থাকেন এক হাজার শয্যার এই হাসপাতালে। দালালদের দৌরাত্ম্যে রোগীরা দীর্ঘদিন ধরেই ভোগান্তির শিকার হচ্ছেন। এই অভিযান কিছুটা হলেও নিয়ন্ত্রণ আনবে।”
তিনি আরও বলেন, “সেবাগ্রহীতাদের সচেতন হতে হবে। সরকারি হাসপাতালের বিকল্প কখনো বেসরকারি ক্লিনিক হতে পারে না।”
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |