|
ad728
ad728

কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 02-05-2025 ইং
  • 16913 বার পঠিত
কিশোরগঞ্জে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বোর্ড বাজার এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ শহীদুল ইসলাম অন্তর (২৫), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-বারোহাল, থানা-তাহেরপুর, জেলা-সুনামগঞ্জ। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করে আসছিল।

জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। অভিযানে ব্যবহৃত সিএনজি গাড়িটি কোনো প্রকার বৈধ রেজিস্ট্রেশন ছাড়া চলছিল, যা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত হয় বলে ধারণা করছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১৪ সূত্র জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর