কিশোরগঞ্জ, ১৫ মার্চ ২০২৫: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন ডুমারকান্দা বাজারে অবস্থিত "ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার" দোকানের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ কেজি গাঁজাসহ মোঃ সুজন মিয়া (৩১) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর পিতা মোঃ শাহিন মিয়া এবং তার বাড়ির ঠিকানা শ্রীনগর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ। গ্রেফতারকালে তার হেফাজত থেকে ০১ টি মোবাইল ফোন, নগদ ৬০০ টাকা এবং ০১ টি সিএনজি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা।
এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা দায়ের করে আসামীকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
সিপিসি-২, র্যাব-১৪, ভৈরব ক্যাম্প ১৫ মার্চ ২০২৫
- কালের কন্ঠস্বর
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |