আজ শনিবার ১৬ মার্চ ২০২৫, জাতীয় জাদুঘরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রান্তিকাধিকারের ওপর ভিত্তি করে লেখা ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
প্রধান বক্তা হিসেবে অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, “তোমরা অনেক বড় দায়িত্ব পালন করেছ, কিন্তু আরও বড় দায়িত্ব পালন বাকি আছে। একাত্তরে যে সুযোগ আমরা নষ্ট করেছি, সেই সুযোগ যেন তোমরা নষ্ট না করে।” তিনি আরও যোগ করেন, “তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে। আমাদের দেশকে একটি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে, অন্তত পাঁচ থেকে দশ বছর ধরে নেতৃত্ব দিতে হবে।”
এই অনুষ্ঠানে অধ্যাপক আসিফ নজরুলের সাথে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বক্তৃতার মধ্য দিয়ে তিনি সমসাময়িক চাহিদা অনুযায়ী নেতৃত্ব প্রদানের গুরুত্ব তুলে ধরেন এবং দেশকে উন্নতির পথে পরিচালিত করার আহ্বান জানান।
এভাবেই অনুষ্ঠানটি দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনার এক নতুন দিক উন্মোচন করলো।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |