ত্রিশালে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বিতরণ করা শেখ হাসিনার লোগোযুক্ত বস্তায় চাল পাওয়া যাচ্ছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বস্তাগুলোর গায়ে লেখা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে, প্রতিটি ডিলারের দোকানেই এসব লোগোযুক্ত বস্তা পাওয়া যাচ্ছে।
সাংবাদিকতার নীতিবিরোধী আচরণ
এদিকে, সংবাদ প্রকাশ না করার জন্য এক ব্যক্তির মাধ্যমে প্রতিবেদককে ফোন করিয়ে দেখা করতে বলেন দেবব্রত বিশ্বাস। এটি সাংবাদিকতার নীতির পরিপন্থী এবং স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা।
প্রশাসনের অবস্থান
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, তিনি খাদ্য কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এখনও যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়ে থাকে, তাহলে খাদ্য কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, "শেখ হাসিনার লোগোযুক্ত বস্তাগুলো পুরাতন। এগুলোর গায়ে লেখা মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। যদি তা না করা হয়ে থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
জনসাধারণের দাবি
ত্রিশালের সাধারণ মানুষ মনে করেন, চাল বিতরণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, এই ধরনের অনিয়ম ও কালোবাজারি বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। যাতে প্রকৃত উপকারভোগীরা সরকারের খাদ্য সহায়তার প্রকৃত সুফল পান।
- কালের কণ্ঠস্বর
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |