|
ad728
ad728

ময়মনসিংহে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী

রিপোর্টারের নামঃ অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : 26-03-2025 ইং
ময়মনসিংহে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী
ছবির ক্যাপশন: অনলাইন সংগৃহীত

ময়মনসিংহ, ২৬ মার্চ ২০২৫:
মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহযোগিতায় আলোকচিত্র শিল্পী সংসদ (আশিস) আয়োজন করেছে বিশেষ এক আলোকচিত্র প্রদর্শনী। বুধবার (২৬ মার্চ) নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে ময়মনসিংহ বিভাগের মুক্তিযুদ্ধকালীন গণহত্যার দুর্লভ আলোকচিত্র, নির্যাতনের চিত্র, স্থাপনা ধ্বংসের দৃশ্যসহ ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ চিত্র স্থান পেয়েছে। এছাড়া ময়মনসিংহের প্রকৃতি, শিক্ষাপ্রতিষ্ঠান, জাদুঘর ও শিল্পকলা সম্পর্কিত ছবি প্রদর্শিত হয়। বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন গণহত্যার ছবি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

প্রদর্শনীতে সাধারণ জনগণসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় জমায়। বিশেষত স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শনার্থীরা জানান, এ ধরনের প্রদর্শনী নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোকচিত্র শিল্পী সংসদের সাধারণ সম্পাদক এএইচএম মোতালেব প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরে বলেন, “এই চিত্রগুলো আমাদের স্বাধীনতার ইতিহাসের এক অনন্য দলিল। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দিতে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনেক দর্শনার্থী এ আয়োজনকে ব্যতিক্রম ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, প্রদর্শনীর ছবিগুলো মুক্তিযুদ্ধের ইতিহাসের নীরব সাক্ষী, যা ভবিষ্যত প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে।

প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এতে অংশগ্রহণকারী দর্শনার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে নতুন করে জানার সুযোগ পাচ্ছেন। আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের প্রদর্শনীর সংখ্যা আরও বাড়ানোর আহ্বান জানান।
— কালের কন্ঠস্বর

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী (Columbus)
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ কালের কন্ঠস্বর | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় কালের কন্ঠস্বর