চট্টগ্রামের হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আমান বাজার এলাকায় চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে চালানো অভিযানে ৬ হাজার ৩৮০ কার্টন অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।
অভিযানে ওরিস ও মন্ড ব্র্যান্ডের মোট ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) সিগারেট জব্দ করা হয়। এ সময় পুলিশের হাতে আটক হন রাঙামাটি জেলার কোতোয়ালি থানার বাসিন্দা মো. শওকত আকবর (৩৪) ও পিকআপ চালক মো. বাদশা (২৬)।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় সিগারেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত সিগারেট ও পিকআপ হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
চোরাচালান রোধে কঠোর অবস্থান
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, চোরাচালানকারীরা বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে ভারতীয় সিগারেটসহ অন্যান্য নিষিদ্ধ পণ্য দেশে আনছে, যা বাজারে কর ফাঁকি দিয়ে বিক্রি হয়। এতে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়ছে।
এ ধরনের অভিযানের ফলে চোরাচালান কমবে বলে আশা করছে প্রশাসন। তবে এই চক্রের মূল হোতাদের ধরতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
ফজর | ০৩:৫০ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৬ দুপুর | |
আছর | ০৩:১৯ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৩৮ সন্ধ্যা |
এশা | ০৮:০৩ রাত | |
জুম্মা | ১১:৫৬ দুপুর |