ময়মনসিংহ, ২২ এপ্রিল ২০২৫:
দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত লালকুঠি দরবার শরীফের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় দরবার শরীফ প্রাঙ্গন থেকে শুরু হওয়া মিছিলটি চায়না মোড়, ব্রীজ মোড় হয়ে ময়মনসিংহ শহরে প্রবেশ করে জুবিলীঘাট, দুর্গাবাড়ি রোড, গাঙ্গিনার মোড়, রেলওয়ে স্টেশন ট্রাফিক মোড়, রেলির মোড় হয়ে ৮ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় দরবার শরীফে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে হাজার হাজার ভক্ত-আশেকানসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। মিছিলটির নেতৃত্ব দেন লালকুঠি দরবার শরীফের পীরজাদা আল্লামা শাহ সূফী খাজা মোহাম্মদ সুজাদৌল্লা নকশেবন্দী মোজাদ্দেদী (মা:জি:আ:)।
মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, “দখলদার ইসরাইল ফিলিস্তিনে বর্বর গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। শিশুদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। নারী-পুরুষ নির্বিশেষে নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছেন প্রতিনিয়ত।”
তাঁরা আরও বলেন, “এই নির্মমতা, বর্বরতা ও হিংস্রতা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।”
ফজর | ০৩:৪৮ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:১৮ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:৪০ সন্ধ্যা |
এশা | ০৮:০৫ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |