রাজবাড়ী, ২৩ মার্চ: রাজবাড়ীর কালুখালী উপজেলার মাধবপুর বাজারের কাছে পদ্মা নদী থেকে এক কিশোরের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের নাম নিরব (১৬)। তিনি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়ীয়া গ্রামের বাসিন্দা জিয়ায়ত আলী জিয়ারত এর ছেলে। পরিবারের অভিযোগ অনুযায়ী, নিরব গত ২০ মার্চ রাতে বাড়ি থেকে নিখোঁজ হন, এবং অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান মেলেনি।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়ার পর নিরবের বাবা একটি অজানা নম্বর থেকে ফোন পান। ফোনে তাকে বলা হয়, ২০ লাখ টাকা নিয়ে পাংশা ব্রিজের কাছে যেতে। এরপর থেকে সেই নম্বরটি বন্ধ হয়ে যায়, যা পরিবারের জন্য এক নতুন সংকেত হয়ে ওঠে।
এ ঘটনায় কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। রবিবার সকালে সালেহপুর পদ্মা নদীর কোলে ভাসতে দেখা যায় নিরবের বস্তাবন্দী লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকারসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং লাশটি থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। প্রতিবেদনটি এখনো ময়নাতদন্তের ফলাফল এবং পুলিশের তদন্তের উপর নির্ভর করছে।
এই ঘটনায় কালুখালী এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা হোক।
ফজর | ০৪:০৭ ভোর | |
---|---|---|
যোহর | ১১:৫৭ দুপুর | |
আছর | ০৩:২৩ বিকাল | |
🌇 | মাগরিব | ০৬:২৭ সন্ধ্যা |
এশা | ০৭:৪৮ রাত | |
জুম্মা | ১১:৫৭ দুপুর |